১৪ মে, ২০২৪

Jitendra: তিন হাসপাতালে ঘুরেও চিহ্নিত করা গেল না রোগ, ' আমাকে মেরে ফেলার চেষ্টা চলছে' অভিযোগ জিতেন্দ্রর
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-31 11:23:40   Share:   

শারীরিক অসুস্থতা নিয়ে মাঝরাতে হাসপাতালে (Hoapital) ভর্তি বিজেপি (Bjp) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। সূত্রের খবর, বুধবার আসানসোল সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র। তড়িঘড়ি তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার তাঁকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রাথমিক ভাবে তাঁকে হাসপাতালের পুলিশ সেলে রাখা হয়। হাসপাতাল সূত্রে খবর, জিতেন্দ্র চিকিৎসকদের জানিয়েছেন, গত ২ দিন ধরে তাঁর পেটের ডান দিকে ব্যথা হচ্ছে। শ্বাসকষ্ট রয়েছে। 

সেই মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর, জিতেন্দ্রের ৩ বার ট্রপ-টি (হৃদযন্ত্রের সমস্যা খতিয়ে দেখার জন্য) করা হয়েছে। কিন্তু ৩ বারই নেগেটিভ এসেছে রিপোর্ট। সূত্রের আরও খবর, সার্জারির চিকিৎসক বিজেপি নেতাকে দেখে গিয়েছেন। এ ছাড়া তাঁকে দেখেছেন মেডিসিনের ৪ জন ও কার্ডিয়োলজির ২জন চিকিৎসক। তার পরেই জিতেন্দ্রকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর রাত ১টা ৪০ মিনিটে বর্ধমান মেডিকেল কলেজ থেকে বেরিয়ে, ভোর ৪টা ১০ নাগাদ এসএসকেএমে পৌঁছান জিতেন্দ্র। এসএসকেএমে প্রাথমিক চিকিৎসার পর জানিয়ে দেওয়া হয়, আপাতত তাঁর ভর্তির প্রয়োজন নেই।  কলকাতায় পৌঁছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, আসানসোলে ভালো চিকিৎসা হলেও, বর্ধমান মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পাশাপাশি তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করেন। এছাড়া তিনি পুলিস ও সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন, ' আমাকে চক্রান্ত করে মেরে ফেলার চেষ্টা করছে। 


Follow us on :