১০ মে, ২০২৪

Joynagar: জোড়া মৃত্যুতে উত্তপ্ত জয়নগর, দীপাবলির পরের দিন জতুগৃহ দলুয়াখাকি গ্রাম
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-13 11:38:21   Share:   

জোড়া খুন জয়নগরে। উৎসবের মধ্যেই ফের রক্ত ঝড়ল রাজ্যে। এক তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ওই ঘটনায় সইফুদ্দিন লস্কর নামের ওই তৃণমূল নেতার মৃত্যু হয়েছে। এরপরে ওই তৃণমূল নেতা খুনে অভিযুক্ত এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়নগরের দলুয়াখাকি গ্রাম।

পুলিশ জানিয়েছে, প্রত্যেকদিনের মত এদিনও সকাল বেলা প্রার্থনার জন্য বেরিয়েছিলেন তৃণমূল নেতা সইফুদ্দিন। অভিযোগ সেই সময় তাঁকে আক্রমণ করা হয়। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় স্থানীয় এই তৃণমূল নেতার। গুলির শব্দেই ছুটে আসেন গ্রামের মানুষ। সঙ্গেসঙ্গে আহত তৃণমূল নেতাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ এরপরেই সইফুদ্দিন লস্করের অনুগামী তৃণমূল পঞ্চায়েত সদস্য মোরসালিম লস্করের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ ওঠে। দুস্কৃতি সন্দেহে এক অভিযুক্তকে পিটিয়ে খুন করার অভিযোগও ওঠে। এছাড়া আরও তৃণমূল নেতা খুনে এক অভিযুক্তকে আটক করেছে পুলিস।

স্থানীয় সূত্রের খবর, সইফুদ্দিনের স্ত্রী সেরিফা বিবি, স্থানীয় বামনগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান। পাশাপাশি সইফুদ্দিন স্থানীয় বামনগাছি অঞ্চল সভাপতি ছিল। এ ঘটনার পিছনে কোনো রাজনৈতিক শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


Follow us on :