১৭ মে, ২০২৪

Bolpur: অমর্ত্য সেনের বিতর্কিত জমিতে জারি ১৪৪ ধারা
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-13 13:34:26   Share:   

অমর্ত্য সেনের (Amartya Sen) বিতর্কিত জমিতে জারি ১৪৪ ধারা। আদালতের (Court) নির্দেশেই ১৪৪ ধারা জারি বলেই সূত্রের খবর। সূত্রের খবর, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস পাঠিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University)  কর্তৃপক্ষ। সম্প্রতি অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীতে সেই চিঠি গিয়েছিল। এবং ২৯ মার্চ ওই বিতর্কিত জমি নিয়ে শুনানির জন্য, অমর্ত্য সেনের পারিবারিক সদস্য কাউকে বিশ্বভারতীতে উপস্থিত থাকতে বলা হয়েছিল। বিশ্বভারতীর চিঠিতে ফের দাবি করা হয়েছিল, অমর্ত্য সেন ১৩ ডেসিবেল জমি দখল করে রেখেছেন। 

এরপরে আসরে নামেন মমতা বন্দোপাধ্যায় খোদ। মমতা বিজেপিকে কটাক্ষ করেন এবং অমর্ত্য সেনের মত একজন নোবেলবিদকে বিজেপি সন্মান করতে জানেন না বলে জানান তিনি। এরপরেই সামনে আসে ওই বিতর্কিত জমির পর্চা সংক্রান্ত তথ্য। যদিও এর পরে সেই তথ্য মানতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের আবেদনেই ১৪৪ ধারা জারি করা হয়েছে অমর্ত্য সেনের বিতর্কিত ওই জমিতে, এমনটাই সূত্রের খবর।


Follow us on :