১০ মে, ২০২৪

Akash: ৩৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, পুলিশের দ্বারস্থ ভারতীয় ক্রিকেটের আকাশ চোপড়া
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-06 14:53:21   Share:   

বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দেশ। তার মাঝেই ৩৩ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে পুলিশের কাছে অভিযোগ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। আগ্রার হরি পর্বত থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছেন তিনি। খেলাধুলোর জুতো তৈরি একটি সংস্থায় ৫৭ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি৷ নির্দিষ্ট সময়ে ২০ শতাংশ সুদ সহ ওই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মাত্র ২৪ লক্ষ টাকা ফেরত পেয়েছেন তিনি।

আকাশের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ধারায় হায়দরাবাদের ক্রিকেট সংস্থার রাজ্য দলের প্রাক্তন ম্যানেজার কমলেশ পারেখ এবং তাঁর ছেলে ধ্রুবর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেকেন্দ্রাবাদে কমলেশের খেলাধুলার দোকান রয়েছে। পূর্বপরিচিত কমলেশের ছেলের কথায় বিশ্বাস করেই আকাশ বিনিয়োগ করেন।

পুলিশের কাছে আকাশ জানিয়েছেন, ধ্রুব তাঁকে ৩০ দিনের মধ্যে ২০ শতাংশ সুদ-সহ টাকা ফেরত দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ১২ মাস হয়ে যাওয়ার পরেও তিনি ২৪.৫ লক্ষ টাকার বেশি গিতে পারেননি। কমলেশও টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এখন বাবা-ছেলে কেউই তাঁর ফোন ধরছেন না।


Follow us on :