১৭ মে, ২০২৪

Belgharia: বইয়ের দোকানের আড়ালে বেআইনি বাজির ব্যবসা, উদ্ধার ৩০০ কেজি বেআইনি বাজি
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-23 21:18:40   Share:   

বইয়ের দোকানের আড়ালে বেআইনি বাজির ব্যবসা। এই অভিযোগে বেলঘরিয়া (Belgharia) থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিস (Police)। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ কেজি বেআইনি বাজি। সোমবারই নবান্ন থেকে নির্দেশ এসেছে, বাজি নিয়ে কোনও রেয়াত নয়। এই নির্দেশের আগে ও পরে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশিতে (Raid) এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার কেজি বাজি উদ্ধার করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, নদিয়া থেকে সবচেয়ে বেশি বাজি উদ্ধার হয়েছে। বজবজ, মহেশতলায় এদিনও চলেছে তল্লাশি।

এসবের মধ্যেই অবশ্য মঙ্গলবার সকালে মালদহে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কার্বাইডের ড্রাম নামানোর সময় বাজির গুদামে আগুন লেগে যায়। এই ঘটনা স্থানীয় বাজারের আশপাশের প্রায় ১৫টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।

এদিকে, এগরার ঘটনার তদন্তে দাবি করা হয়েছে, ২০১৯ সালেই শেষ হয়ে গিয়েছিল মূল অভিযুক্ত ভানু বাগের লাইসেন্স। তারপর তার আর নবীকরণ করা হয়নি বলেই দাবি। গত চারবছর গ্রামের মধ্যে বেআইনি ভাবে কারখানা চলছিল বলেই দাবি তদন্তকারীদের।


Follow us on :