১৭ মে, ২০২৪

Mamata: 'বাংলায় বিনিয়োগ করলে...' দুবাইয়ের মঞ্চ থেকে বিনিয়কারীদের পথ দেখালেন মমতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-23 12:41:22   Share:   

দুবাইয়ে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, "সারে জাহা সে আচ্ছা, হিন্দুস্তা হামারা।"

শুক্রবার দুবাইয়ের হোটেলেও মাদ্রিদ ও বার্সেলোনার মতো তাঁর রাজ্যে বিনিয়োগের আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিনিয়োগ করলে, তা উত্তর পূর্ব রাজ্য ও বাংলাদেশের দরজাও খুলে যাবে, এমনই জানান মুখ্যমন্ত্রী। তিনি ওই বক্তৃতায় জানান, রাজ্যে সব পরিকাঠামো তৈরি। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আমিরশাহির মন্ত্রীদের আমন্ত্রণও করলেন মুখ্যমন্ত্রী।

আমিরশাহির মন্ত্রী থানি এই সম্মেলনে এসে বলেন, "পশ্চিমবঙ্গ জনসংখ্যার নিরিখে দেশের চতুর্থ বৃহত্তম রাজ্য।" বাংলার সঙ্গে দুবাইয়ের নতুন সম্পর্ক তৈরি হবে বলেও আশাবাদী তিনি।


Follow us on :