২৬ এপ্রিল, ২০২৪

Letter: ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে’, হুমকি চিঠি পেলেন বিচারক
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-23 16:09:59   Share:   

গরু পাচার মামলায়(cattle smuggling case) সিবিআই(CBI) হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। আসানসোল সিবিআই আদালতে চলছে গরু পাচার সংক্রান্ত মামলা। বুধবরাই আদালতে পেশ করার কথা অনুব্রতকে। তার আগেই আসানসোলের বিশেষ সিবিআই বিচারককে হুমকি চিঠি।

কি লেখা সেই চিঠিতে ?

অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন(BAIL) দিতে হবে। না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারকের পরিবারকে। বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি(threat letter) এক ব্যক্তির। গত ২০ শে আগস্ট হুমকি চিঠি পান বিচারক। ২২ শে আগস্ট বিষয়টি জেলা জজকে জানান বিচারক রাজেশ চক্রবর্তী। জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও। চিঠিতে এমনটাই লেখা হয়েছে বলে অভিযোগ।

সূত্রের খবর, জনৈক বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি ওই চিঠি দিয়েছেন বলে অভিযোগ। চিঠি পাওয়ার পর সে বিষয়ে রেজিস্ট্রারকে অভিযোগ জানিয়েছেন বিচারক। বাপ্পা নামে ওই ব্যক্তি চিঠিতে যা লিখেছেন, তা হল, অনুব্রতকে জামিন না দেওয়া হলে এনডিপিএস তথা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারককে। তবে এই হুমকিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিচারক রাজেশ চক্রবর্তী। তাঁর দাবি, এই ধরনের বড় মামলায় এমন ঘটনা ঘটেই থাকে।

অনুব্রতর অন্যতম আইনজীবী এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। এতে বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করা হচ্ছে বলে মনে করেন তিনি।


Follow us on :