১০ মে, ২০২৪

IT: কোটি কোটি টাকার গরমিল! তৃণমূল বিধায়ককে নোটিশ আয়কর দফতরের
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-31 12:43:46   Share:   

এবারে এক তৃণমূল বিধায়ককে নোটিশ পাঠাল আয়কর দফতর। অভিযোগ, কোটি কোটি টাকার গরমিল করেছেন তিনি। জানা গিয়েছে, পটাশপুরের তৃণমূল বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। আগামী ১০ জানুয়ারির মধ্যে নিজে অথবা আইনজীবী মারফৎ আয়কর দফতরের সব নথি নিয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বেশ কয়েক কোটি টাকা গরমিলের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। তাঁর ২টি সংস্থার ক্ষেত্রে ১ কোটি টাকার কিছু লেনদেনের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা না পড়ার অভিযোগ উঠেছে। ফলে এবার তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়কর নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। যদিও বিধায়ক বা জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিক বলেন '২০১৬ থেকে ২০১৮-এর মধ্যে কোন তথ্যটা তাঁদের কাছে নেই, সেই তথ্য আমার অ্যাকাউন্ট সেকশন যিনি দেখেন তিনি বিষয়টি সাবমিট করবেন।'


Follow us on :