১৫ মে, ২০২৪

ISF: সন্দেশখালিতে পুলিসের জালে আইএসএফ নেত্রী, গ্রেফতার আয়েশা বিবি
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-25 14:15:29   Share:   

বিজেপি নেতা বিকাশ সিং ও সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরদারের পর শাসকের কোপে এবার আইএসএফ নেত্রী আয়েশা বিবি। শনিবার রাতে হঠাৎই মিনাখার আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিস। তাঁর বিরুদ্ধে সন্দেশখালির ঘটনায় গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে পুলিস। আইএসএফ নেত্রীকে থানায় ডেকে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে আইএসএফ শিবির।

দিনের পর দিন অত্যাচারিত হয়েছে সন্দেশখালি মা-বোনেরা। সেই অভিযোগ সামনে আসতেই ভয় পেয়েছে রাজ্য সরকার। সেই কারণেই এই পদক্ষেপ। বিরোধী কণ্ঠরোধে আর কত কঠিন হবে রাজ্য পুলিস? জবাব চায় বাংলার মানুষ। এমনটাই দাবি আইএসএফের।

প্রসঙ্গত, এখনও উত্তেজনা কমেনি সন্দেশখালিতে। প্রতিদিনই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক এলাক। বেড়েছে পুলিসি নজরদারি। এলাকায় নিজে ঘুরছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। গত দু’দিনে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বেড়মজুর। অগ্নিগর্ভ পরিস্থিতিও তৈরি হয়। কিন্তু, এখনও অধারা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান।


Follow us on :