১৬ মে, ২০২৪

Egra: এগরার বিস্ফোরণ কাণ্ডের মধ্যেই বদলি করা হল আইসিকে
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-19 19:20:17   Share:   

এগরার (Egra) বিস্ফোরণ (Balst) কাণ্ডের মধ্যেই বদলি করা হলো এগরার আইসিকে (IC)। এগরার নতুন আইসি হলেন স্বপন গোস্বামী। আগে হুগলি জেলার সাইবার ক্রাইম দফতরের ইন্সপেক্টর ছিলেন তিনি। ওদিকে এগরা থেকে বদলি করা হল আইসি মৌসম চক্রবর্তীকে। মৌসম চক্রবর্তীকে বদলি করা হলো হুগলি পুলিশ জেলার ইন্সপেক্টর হিসেবে। এগরার বিস্ফোরণের ঘটনার পরেই শোকজ করা হয় মৌসম চক্রবর্তীকে। 

এগরার বিস্ফোরণ কাণ্ডে পুলিসের উপর অসন্তোষ প্রকাশ করেছিল মমতা বন্দোপাধ্যায় নিজে। যদিও নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই ঘটনার তদন্ত সিআইডি করবে। এগরার বিস্ফোরণ কাণ্ডে এখনও প্রাণ হারিয়েছেন ৯ জন, আরও ২ জন এখনও চিকিৎসাধীন। এই ঘটনার পর পুলিসের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিলেন স্থানীয়রা থেকে বিরোধীরাও। এগরার ঘটনায় বিজেপি পুলিসের উপর অভিযোগ তুলে এনআইএ তদন্তের দাবি করে। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ ভানুর এই কারখানা থেকে পুলিস মোটা অংকের টাকা মাসোহারা পেত। 

এগরার বিস্ফোরণের পর ওই জেলার পুলিস সুপার অমরনাথ কে জানিয়েছিলেন, এই বাজি কারখানা অবৈধ ছিল এবং সেটা কিভাবে চলত কিংবা কার মদতে চলত সেটা তদন্ত করে দেখা হবে। 


Follow us on :