২৬ এপ্রিল, ২০২৪

Siliguri: নালায় মানুষের মাথার খুলি উদ্ধারে শিলিগুড়ি শহরে চাঞ্চল্য, কী বলছে পুলিস
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-21 19:32:47   Share:   

নালা পরিষ্কার করার সময় হদিশ মিলল মাথার খুলির (Human skull)! শিলিগুড়ির (Siliguri) ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা। ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিস (Police)। মাথার খুলি উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, নিত্যদিনের মতোই এদিনও ১২ নম্বর ওয়ার্ডে পুরনিগমের কর্মীরা নালা সাফাইয়ের কাজ শুরু করেছিলেন। সাফাইয়ের কাজ চলাকালীনই সাফাইকর্মীরা লক্ষ্য করেন নালার মধ্যে একটি খুলি পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর-সহ পুলিসকে। পুলিস ঘটনাস্থলে পৌঁছে খুলিটি উদ্ধার করে।৷  

স্থানীয় বাসিন্দারা জানান, ওটা মানুষের মাথার খুলি। তবে আসল না প্লাস্টিকের তা এখনই বোঝা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার পরই তা স্পষ্ট হবে। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর  জানান, 'দুদিন ছাড়াই নালা পরিষ্কার করা হয়। এই খুলি আগে থেকে নালায় পড়ে থাকলে সাফাইকর্মীরা জানাত। সম্প্রতি বৃষ্টি হয়েছিল শিলিগুড়িতে। তার জেরেই প্রতিটি নালার মধ্যেই জল ভরে গিয়েছিল। সেই সময়ই হয়তো ওই খুলিটি অন্য কোনও জায়গা থেকে জলের সঙ্গে ভেসে এসেছে এই এলাকায়।' 

তাঁর কথায়, পুলিসি তদন্তের পরেই সঠিক তথ্য জানা যাবে। এদিকে এমন ঘটনার জেরে প্রশ্ন উঠছে, কোথা থেকে এল এই খুলিটি? আদৌ কি সেটি আসল?


Follow us on :