০৯ মে, ২০২৪

Anubrata: অনুব্রতের সম্পত্তির তথ্য পেতে রেজিস্ট্রি অফিসে সিবিআই
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-23 11:59:43   Share:   

২০১৫ থেকে অনুব্রত মণ্ডল(Anubrata Mondal) নামে বেনামে কলকাতা এবং বীরভূমে একের পর এক সম্পত্তি(property) কিনতে থাকেন। কিন্তু এতো টাকা পেলেন কোথা থেকে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই(CBI)। সূত্রের খবর ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত গরু পাচারের কমিশন বাবদ বিপুল পরিমাণ টাকা কামিয়েছেন। রাইস মিল(rice mill), স্টোন ক্র্যাশার, হোটেল(hotel), জমিসহ বিপুল সম্পত্তি ২০১৫ সালের পর অনুব্রতর মালিকানায় আসে বলে সূত্রের খবর। 

অনুব্রতের সম্পত্তির পরিমাণ কত? সন্ধান করতে বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে মঙ্গলবার পৌঁছল সিবিআই। দুই সদস্যের প্রতিনিধি দল বোলপুরের নেতাজি মার্কেটে সাব-রেজিস্ট্রি অফিসে যান। অনুব্রত সহ তাঁর পরিবারের নামে একাধিক জমি পাওয়া গিয়েছিল। তার তদন্তে ই -রেজিস্টার অফিসে হানা দিল সিবিআই। পাশাপাশি তাঁরা ভোলে বোম, শিব শম্ভুর মতো রাইস মিলের মালিকানা, লিজ সংক্রান্ত তথ্য জানতে চান বলে খবর। সব রকমের নথিপত্র যাচাই করে দেখছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে একাধিক নথি আধিকারিকরা পেয়েছেন। কাগজপত্র ছাড়াও অনলাইনে নথিভুক্ত জায়গাজমি সম্পর্কেও তথ্য তলব করছেন সিবিআই আধিকারিকরা। এছাড়া, অনুব্রত, তাঁর মেয়ে সুকন্যা এবং তাঁদের ঘনিষ্ঠদের স্থাবর সম্পত্তি ঠিক কত, সে সম্পর্কে তথ্য চেয়েছেন।




Follow us on :