১০ মে, ২০২৪

Dengue: ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর, উদ্বেগ বাড়ছে মুর্শিদাবাদে
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-03 17:09:55   Share:   

যত দিন যাচ্ছে ততই বাড়ছে ডেঙ্গির (Dengue) থাবা। বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়়ছে মৃতের সংখ্যাও। ফের মুর্শিদাবাদের (Murshidabad) সুতিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু (Death) হলো এক গৃহবধূর। আতঙ্কিত এলাকাবাসীরাও।

জানা গিয়েছে, জ্বর সহ একাধিক উপসর্গ নিয়ে আহিরন ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল সীমা বিবিকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও পরে বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় সীমা বিবির।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে সুতিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক গৃহবধূর। ফের একই ঘটনার পর স্থানীয় পঞ্চায়েতের তৎপরতা চোখে পড়ে। এলাকায় ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার, মশার স্প্রে। কিন্তু এতে কতটা কাজ হচ্ছে? আদৌ ডেঙ্গি প্রতিরোধ করা যাচ্ছে? চিন্তিত স্থানীয় বাসিন্দারা। পর পর দুটি মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

কেন প্রশাসনিক তরফে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না? একের পর এক মৃত্যুতেও কেন হুঁশ ফিরছে না? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে।


Follow us on :