১৩ মে, ২০২৪

Alipurduar: বুনো দাঁতাল হাতির হানায় ভাঙল ঘর বাড়ি, আতঙ্কিত এলাকাবাসী
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-01 18:39:17   Share:   

আলিপুরদুয়ারের দুটি ভিন্ন জায়গায় হাতির হানা। ভাঙ্গল বাড়ি-ঘর। বৃহস্পতিবার গভীর রাতে দুটি বুনো দাঁতাল হাতি হামলা চালায় উত্তর ছেকামারী এলাকায়। জানা গিয়েছে মাদারী হাটের জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে হাতি দুটি হামলা চালিয়ে ভেঙে দেয় তিনটি পাকা ঘরবাড়ি।

পাশাপাশি ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের হাটখোলা লাইনে একটি হাতি তাণ্ডব চালায়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট চা বাগানের হাটখোলা লাইনের এক ব্য়ক্তির বাড়িতে হাতি হানা দিয়ে ঘর ভেঙে দেয়। শুধু তাই নয় ঘরে মজুত রাখা চাল সাবার করে দেয় ওই হাতিটি। এমনকি বাসনপত্রও ভেঙে চুরমার করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত ওই পরিবারটি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই হামলা চালায় ওই হাতিটি। প্রায় ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় সে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

ক্ষতিগ্রস্থ বাড়ির সদস্য রবি ওঁরাও জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে আলিপুরের বেশ কয়েক জায়গায় হাতির হামলা বেড়ে গিয়েছে। যার কারণে প্রাণ সংশয়ে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। হাতি হামলায় ফসল ক্ষতি ছাড়াও বাড়ি ঘরও ভাঙচুর চালাচ্ছে। তিনি আরও জানান, হাতি হামলার ঘটনার পর বনদফতরের কর্মীরা আসার আগেই পালিয়ে যায় হাতি।


Follow us on :