০৯ মে, ২০২৪

Suvendu: তৃণমূলের জন্য মনোনয়ন পত্র হোম ডেলিভারী! টুইট করে অভিযোগ শুভেন্দুর
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-11 14:32:42   Share:   

তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থীদের (Candidate) জন্য মনোনয়ন (Nomination) পত্র হোম ডেলিভারি করার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে একটি ভিডিও টুইট করেন তিনি। টুইটারে ভিডিও পোস্ট করে শুভেন্দুর দাবি, লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও মনোনয়নপত্র তুলতে পারছেন না বিজেপি প্রার্থীরা। কারণ, বাঁকুড়ার সালতোরা ব্লকের তিলুরির তৃণমূল অঞ্চল সভাপতি তপন চক্রবর্তী বিডিও অফিসে ঢুকে একসঙ্গে একাধিক মনোনয়নপত্র এবং ডিসিআর সংগ্রহ করছেন। তাঁর অভিযোগ, একসঙ্গে একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করে তৃণমূল প্রার্থীদের হোম ডেলিভারি করা হবে।

বিজেপি নেতার আরও অভিযোগ, মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার ক্ষেত্রে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে বিজেপি প্রার্থীদের। কারণ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একাধিক সমস্যা তৈরি করছে। উল্লেখ্য বাঁকুড়ার কোতুলপুরেই বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার শুক্রবার মনোনয়ন জমা করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থীরা। অভিযোগ, বিডিও অফিস যেতেই তাঁকে লক্ষ্য করে গালিগালাজ করা হয়। গাড়ি লক্ষ্য করে ইটও মারা হয়।


Follow us on :