১২ মে, ২০২৪

Asansol: নিষিদ্ধপল্লীর অন্ধকার থেকে স্ত্রীকে বাঁচাতে ভারতের মাটিতে বাংলাদেশি স্বামীর 'হিরোইজম'
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-19 19:16:48   Share:   

সিনেমার মতো নয়, ঠিক যেন সিনেমাই। হয়তো মনে আছে খুদা হাফিজ সিনেমাটিতে কীভাবে মানব পাচার চক্রের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে অজানা দেশের মাটিতে লড়েছিল নায়ক। আজ সেই হিরোইজম দেখাব বাস্তবের মাটিতে। স্ত্রীকে আসানসোলের লছিপুরের পতিতাপল্লী থেকে উদ্ধার করতে এই বাংলাদেশি ব্যক্তিও লড়ছেন। ঘরের মানুষকে একবার ঘরে ফেরাতে পারলেই সব লড়াই স্বার্থক।

দুবাইয়ের চাকরি, ২ পুত্র, স্ত্রীকে নিয়ে গোছানো সংসার ছিল তাঁর। সেই সুখের সংসারে সিঁধ কাটে বাংলাদেশের মেহেরপুরের শিউলি শেখ ওরফে রিয়া। অভিযোগ, বিদেশে রোজগারের টোপ দিয়ে উচ্চাকাঙ্খি কিংবা নিম্নবিত্ত ঘরের মেয়েদের পতিতাপল্লীতে নিয়ে যায় 'দালাল' রিয়া। স্বামীর অজান্তেই বাংলাদেশি গৃহবধূ পা দেন ফাঁদে। গত ২ ডিসেম্বর বাপের বাড়ি যাওয়ার জন্য বেরনোর পরই নিখোঁজ হন গৃহবধূ।

সূত্র মারফত খবর পেয়ে ছদ্মবেশে আসানসোলের লছিপুরের পতিতাপল্লীতে যান স্বামী। ভিতরে ঢুকে দেখেন শুধু তাঁর স্ত্রী নন, লাল, নীল আলোর আভা ভরা ছোট্ট ছোট্ট কুঠুরিতে গুমরে মরছে হাজার হাজার মেয়ে।

নিয়ামতপুর ফাঁড়ি, আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেট, পুলিসের স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় স্ত্রীকে উদ্ধার করেছেন অবশেষে। পুলিসের কব্জায় শিউলি ওরফে রিয়াও।

পতিতাপল্লীর অন্ধকার গলিতে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। ছোটখাটো দালাল নয়, মানুষ নিয়ে এই ব্যবসা নাকি চলে বড় বড় মাফিয়া, গ্যাংগুলির অঙ্গুলি হেলনে। তবে এবার নিষিদ্ধপল্লীর অন্ধকারে প্রশাসনের মশাল জ্বলেছে। পরিত্রাণ পাবেন এই বাংলাদেশি বধূর মতোই আরও কারও বাড়ির মেয়ে, বউ?


Follow us on :