১৫ মে, ২০২৪

Weather: সপ্তাহান্তে সুখবর শোনাল হাওয়া অফিস, পুজোর আগে কমবে কি বৃষ্টি জেনে নিন
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-07 15:54:20   Share:   

সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভয়াস অনুযায়ী, আজ, শনিবার সাধারণত আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে বিকেলের দিকে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদুত্ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, যে নিম্নচাপের প্রভাবে কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছিল সেটি এখন বাংলাদেশে সরে গেছে। ফলে শনিবার থেকে রাজ্য়ে বদলাবে আবহাওয়া। তাছাড়াও শনিবার থেকেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাতের মাত্রা। বৃষ্টি কমলেও তাপমাত্রা কিন্তু বিশেষ হেরফের হবে না। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝরি বৃষ্টিপাত চলবে। রবিবার পর্যন্ত কালিম্পঙ, আলিপুদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই পাঁচ জেলাতে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। যদিও সোমবারের পর ফের থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।


Follow us on :