১৫ মে, ২০২৪

Srilanka: ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ সরকারের, আইসিসি থেকে সাসপেন্ড শ্রীলঙ্কা
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-11 12:23:05   Share:   

বিশ্বকাপের (World Cup 2023) মাঝে নজিরবিহীন ঘটনা। ক্রিকেটীয় কাজকর্মে সরকারের পদক্ষেপের জেরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি। ওই দেশের ক্রিকেট বোর্ডে অতিরিক্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলায় এই সিদ্ধান্ত সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার। আইসিসি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, একটি বৈঠকে শ্রীলঙ্কাকে নিয়ে আলোচনা হয়েছে। সদস্য হিসেবে শ্রীলঙ্কা গুরুতর অপরাধ করেছে।

আগামী ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিং হবে হায়দরাবাদে। সেই বোর্ড মিটিংয়েই শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করবেষ ২০২৪ সালের শুরুতে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের কথা তাঁদের। নির্বাসন না উঠলে সেই দায়িত্ব পাবে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শুক্রবারই বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। দেশে ফিরতেই বোর্ডের প্রধান নির্বাচন উইকরামাসিঙ্ঘে জানান, শ্রীলঙ্কার এই খারাপ ফলের জন্য যড়যন্ত্র দায়ী। তিনি জানান, তাঁকে ২ দিন সময় দিতে। সব ষড়যন্ত্র ফাঁস করবেন তিনি।


Follow us on :