০৯ মে, ২০২৪

Derailed: হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত মালগাড়ি, আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-20 14:14:19   Share:   

হাওড়া থেকে খড়গপুর যাওয়ার সময় আপ লাইনে লাইনচ্যুত মালগাড়ি। শনিবার ভোর সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া-খড়গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে। প্রায় চার পাঁচ কিলোমিটার সিলপাড়ের ওপর দিয়ে ছোটে মালগাড়িটি বলে জানা যায়। স্টেশন পর্যন্ত এভাবেই বিপদজনকভাবে ছুটে যায় ওই মালগাড়িটি। যার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয় ট্রেন চলাচল। ঘটনার জেরে দুর্ভোগে পড়েন হাওড়া-খড়গপুর শাখার নিত্যযাত্রীরা।

এরপর খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। তারপর মালগাড়িটিকে লাইন থেকে সরানোর কাজ শুরু করে। এদিকে এই ঘটনার জেরে হাওড়া-খড়গপুর শাখার আপ লাইনে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। বিপজ্জনকভাবে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ব্যাপক ক্ষতি হয়েছে রেলপাতের। তবে কী কারণে লাইনচ্যুত হল মালগাড়িটি, তা এখনও এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।


Follow us on :