০৯ মে, ২০২৪

Trafficking: বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ জওয়ান
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-02 18:26:22   Share:   

ফের বড়সড় সাফল্য পেল বিএসএফ জওয়ান। বুধবার রাতে ট্রাকের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুট পাচারের সময় আটক সোনার বিস্কুট সহ ট্রাক চালক৷ বিএসএফ জানিয়েছে, ৬০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার ওজন প্রায় ৭ কেজি৷ ভারতীয় বাজারমূল্য প্রায় ৪.৫ কোটি টাকা। ধৃত ট্রাক চালকের নাম, সুরজ মগ৷ বাড়ি বনগাঁ থানার জয়পুর এলাকায়৷

বিএসএফ সূত্রে আরও খবর, সোমবার পণ্য নিয়ে বেনাপোল বর্ডার গিয়েছিল অভিযুক্ত ট্রাকচালক৷ এরপর বুধবার রাতে বাংলাদেশে পণ্য খালি করে ভারতে ফিরেছিল৷ সেই সময় ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় ট্রাকটিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তারপর কেবিনের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে একটি কাপড়ে মোড়ানো ৬০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়৷

অভিযুক্ত ট্রাকচালক ও উদ্ধার হওয়া সোনাগুলি কলকাতা শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ তবে কোথা থেকে এবং ঠিক কি উদ্দেশ্যে সোনার বিষ্কুট আনা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।


Follow us on :