২৬ এপ্রিল, ২০২৪

Bankura: অজানা জন্তুর আক্রমণে জখম এক শিশু সহ চার, আতঙ্কিত গ্রামবাসী
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-12 12:38:09   Share:   

অজানা জন্তুর আক্রমণে (Attacked) জখম এক শিশু সহ চার জন গ্রামবাসী। বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড় রেঞ্জের কাচ্ছালা ও সামন্তমারা গ্রামের ঘটনা। ঘটনায় আহতদের চারজনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়। চারজন আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, শনিবার রাতে গ্রামের রাস্তায় হঠাৎ আক্রমণ চালায় এক বন্য জন্তু। আক্রমণে জখম হয়েছে এক শিশু সহ চারজন গ্রামবাসী। গ্রামবাসীদের দাবি, হায়না জাতীয় কোন জন্তুই এই আক্রমণ চালিয়েছে। তাঁরা আরও জানায়, শনিবার রাতে ঘরের দরজা খুলতেই শিশুটির পায়ে কামড় গিয়ে তাঁকে টেনে নিযে যাওয়ার চেষ্টাও করে জন্তুটি। তখন বাড়ির সদস্যরা বাচ্চাটিকে ছড়াতে গেলে তাঁদের উপরেও হামলা করে জন্তুটি। তবে বনদফতরের তরফে জানানো হয়েছে, ওই জন্তুটি একটি পাগল শিয়াল। পাগল হওয়ার কারণেই জঙ্গল থেকে গ্রামে ঢুকে আক্রমণ চালিয়েছে। 


Follow us on :