০৯ মে, ২০২৪

Weather: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া! কেমন থাকবে আজকের আবহাওয়া?
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-03 11:54:47   Share:   

বঙ্গে আবার বৃষ্টির ভ্রুকুটি। বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কতদিন চলবে এই বৃষ্টি? রবিবার ছুটির দিনেও কি রেহাই নেই বৃষ্টির হাত থেকে?

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দিনভর মেঘমুক্ত শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় থাকবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে বৃষ্টি। বুধবার থেকে ফের পরিবর্তন হতে পারে আবহাওয়া। 

পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও থাকবে বৃষ্টির পূর্বাভাস। এদিন হালকা বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং-এ। আর সোমবার থেকে আলিপুরদুয়ার, মালদহ সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আালিপুর হাওয়া অফিস। 


Follow us on :