০৯ মে, ২০২৪

Weather: ফের পারদ পতনের পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-05 11:58:46   Share:   

মার্চের শুরুতেই গরম। সকালে থেকে আংশিক মেঘলা আকাশ। বেলায় গরম আবার রাতে হালকা শীতের রেশ। গোটা কলকাতা ও তার পার্শ্ববর্তী জায়গায়। মঙ্গলাবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের উত্তর পশ্চিমের হাওয়া বইবে। এর ফলে সামান্য় কমতে পারে রাতের তাপমাত্রা। কিন্তু রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা একই রকম থাকবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। 

অন্য়দিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হতে পারে হালকা তুষারপাত দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা এবং সিকিম সংলগ্ন এলাকাতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরের বাকি জেলাগুলি শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাবিদ।


Follow us on :