১২ মে, ২০২৪

Madhyamgram: রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু ফুড ডেলিভারি বয়ের, রহস্যের অভিযোগ পরিবারের
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-06 20:53:01   Share:   

ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল এক খাবার ডেলিভারি (Delivery Boy) বয়ের। পুলিস জানিয়েছে, ওই যুবকের নাম অভিজিৎ দাস। তাঁর এই অকালমৃত্যুর ঘটনায় রহস্যের অভিযোগ পরিবারের। ঠিক কী কারণে হল এই ভয়াবহ পথদুর্ঘটনা!

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ অভিজিৎ এর সঙ্গে ছিল তার বন্ধু সন্তু। অভিজিৎ এর বাবা বিশ্বজিৎ দাস বলেছেন এদিন রাত ১ টা বাজার একটু আগে এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ সেই রাতে ছেলে অভিজিৎ খাবার ডেলিভারি করতে যাচ্ছিল। সেই সময় মধ্যমগ্রাম ওভারব্রিজে একটি মোটর সাইকেলে তিনজন মদ্যপ অবস্থায় তাঁকে ধাক্কা মারে। অভিজিৎ ছিটকে পরে রাস্তার উপর। ঠিক সেই সময় একটি লরি এসে তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ তাঁর পরিবারের। গুরুত্বর আহত হয় অভিজিৎ। এই অবস্থাতে বারাসত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পরিবারের তরফে অভিযোগ, দুর্ঘটনা ঘটার আগে পর্যন্ত তাঁর সঙ্গে সন্তু বলে এক বন্ধু ছিল। হাসপাতালে নিয়ে আসা এবং বাড়িতে খবর দেওয়া পর্যন্ত সন্তুর অবস্থান ঠিকঠাক ছিল। এমনকি বারাসত হাসপাতালে সন্তু তার বাইকে করে অভিজিৎ এর বাবাকেও নিয়ে আসে। তারপর থেকেই পলাতক সন্তু। এমনকি তাঁর বাড়িতেও তালা মারা। বিশ্বজিৎ বাবুর অভিযোগ ছেলের মৃত্যুর পিছনে তাঁর বন্ধু সন্তুর হাত রয়েছে।

অন্যদিকে তিন মদ্যপ যুবকের একজন এই দুর্ঘটনায় আহত হয়। সেই একজন বর্তমানে বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে পুলিস আটক করেছে বলে জানা যায়। অভিজিৎ দাস এর বাড়ি হৃদয়পুর সারদা সরণিতে। গত একসপ্তাহ আগেই পরিবারের অর্থনৈতিক অবস্থার সচ্ছল করতে জোমাটোতে কাজ নেয়, আর এই কাজই তাঁর প্রাণ কেড়ে নেবে তা কেউই বুঝতে পারেনি। তবে ছেলের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে মনে করেন পরিবার। পুলিস চাইলে এই রহস্য বের করতে পারে বলে বিশ্বাস পরিবারের। শনিবার ছেলের মৃতদেহ বারাসত হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবে,এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া পরিবারের মধ্যে। তবে এখনো বন্ধ সন্তুর কোন খোঁজ পাওয়া যায়নি।


Follow us on :