০৯ মে, ২০২৪

Malda: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার মালদায়, ধৃত ২ অস্ত্র কারবারি
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-02 16:20:38   Share:   

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের মালদায় (Malda) অস্ত্র (Firing Arms) উদ্ধার। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবার পর থেকেই, গোটা রাজ্যের বিভিন্ন জেলায় আগ্নেয়াস্ত্র, বোমা, উদ্ধারের ঘটনা ঘটছে। এছাড়া গোটা রাজ্যে সন্ত্রাসের চিত্র দেখেছে বাংলা। এরপর নির্বাচন কমিশন ও পুলিসের তৎপরতায় বিভিন্ন জায়গা থেকে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র, উদ্ধারে নেমেছে প্রশাসন। এবার মালদার রতুয়া থেকে গ্রেফতার ২ অস্ত্র ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে নামে পুলিস। শনিবার রাতে রতুয়ার জাননগর গ্রামে অভিযান চালায় পুলিসের এসটিএফ। পাকড়াও করা হয় দুই অস্ত্র কারবারিকে।

ধৃতদের কাছ থেকে ৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতদের একজন রতুয়া ও অন্যজন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা। গত মাসেও মালদায় অস্ত্র উদ্ধার হয়। গঙ্গার নদীর ঙাট এলাকায় তল্লাশি চালায় পুলিশ। ৩টি আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। একজনকে ধরেও এসটিএফ। পঞ্চায়েতের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়।


Follow us on :