০৮ মে, ২০২৪

Bus Fire: চলন্ত বাসে আগুন, জানলা ভেঙে ঝাঁপ যাত্রীদের, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শিশুর
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-11 11:49:31   Share:   

চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হল এক শিশুর। এ ঘটনায় আহত কমপক্ষে ৪০ জন। জানা গিয়েছে, কলকাতা থেকে পারাদ্বীপগামী একটি বাসে শুক্রবার রাতে হঠাৎ আগুন লাগে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার অন্তর্গত মাদপুরের কাছে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আগুন লেগে একটি শিশুর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, জাতীয় সড়কের উপর ওই যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগে। এই খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রাও। আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই বাসের জানলা ভেঙে যাত্রীরা ঝাঁপ দিতে থাকে। কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়।

জানা গিয়েছে, বাবুঘাট থেকে বাসটি ছেড়েছিল। খড়গপুর হয়ে ওড়িশার পারাদ্বীপ যাওয়ার কথা ছিল বাসটির। রাত ৯টা নাগাদ হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসে অনেক যাত্রী ছিলেন। অনেক পণ্যও ছিল। চালক লাফিয়ে নেমে পালায়। কিন্তু বাসের প্রধান দরজা বন্ধ ছিল বলে খবর।


Follow us on :