১১ মে, ২০২৪

Weather: কালীপুজো কাটলেও ভাইফোঁটায় বৃষ্টির আশঙ্কা বঙ্গে! কি বলছে আবহাওয়া দফতর
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-13 11:46:18   Share:   

ভালোয় ভালোয় কাটল কালীপুজো, দীপাবলি, বৃষ্টির আশঙ্কা থাকলেও আকাশ পরিষ্কার ছিল। কিন্তু ভাইফোঁটায় কি শেষরক্ষা হবে? পূর্বাভাস বলছে, সে সময় রাজ্যের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। ১৬ নভেম্বর রয়েছে ইডেনে ম্যাচ। সেই ম্যাচে বৃষ্টি প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা।

হেমন্তের মেজাজে জল ঢালতে পারে নিম্মচাপ। খবর, খুব শিগগির বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। ফলে চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। এদিকে, ভাইফোঁটা রয়েছে ১৪ ও ১৫ নভেম্বর। সেই দিনই নিম্মচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা। ১৬ নভেম্বর তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা।

উত্তর এবং দক্ষিণ বঙ্গে  সোম ও মঙ্গলবার বর্ষণের সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।


Follow us on :