০৯ মে, ২০২৪

Chaos: পঞ্চায়েত নির্বাচনী শেষের মুখেও বুথে বুথে উত্তেজনা বহাল, বোমাবাজি, গুলি, ব্যালট লুঠ...
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-08 18:24:52   Share:   

২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন (Pancjhayat Election) প্রায় শেষের মুখে। কিন্তু উত্তেজনা (Chaos) এখনও থিতু হয়নি। যার ফলে এখনও পর্যন্ত মৃত্যু (Death) হয়েছে মোট ৩৮ জনের। কোথাও শাসক দলের কর্মীদের, আবার কোথাও বিরোধী দলের কর্মীদের প্রাণ হারাতে হয়েছে। এই নির্বাচনী উত্তেজনায় আহতও হয়েছেন বহু কর্মী, সমর্থকরাও। তবে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে এই উত্তেজনার মাত্রা ব্যাপকভাবে লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ বুথেই মারধর, বোমাবাজি, গুলি, ব্যালট লুঠ সহ ব্যালট বক্সে আগুন লাগিয়ে দেওয়া, ব্যালট বক্স ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে। এমনকি কোথাও কোথাও বেশ কিছুক্ষণের জন্য বন্ধও রাখতে হয়েছে ভোট কেন্দ্র।

হাওড়া, নদীয়া, মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এই উত্তপ্ত পরিবেশ। তবে অবাধ শান্তিপূর্ণ ভোটের আশায় কেন্দ্র বাহিনীকে নিয়ে আসা হয়েছিল রাজ্যে। তবে সব বুথে দেখতে পাওয়া যায়নি কেন্দ্র বাহিনীকে। আবার কিছু কিছু জায়গায় কেন্দ্র বাহিনী থাকলেও সামাল দেওয়া যায়নি। কেন্দ্র বাহিনী থাকা সত্ত্বেও বুথে বুথে মারধর, বোমাবাজি, গুলি করার মতো ঘটনা ঘটেছে।     


Follow us on :