১৪ মে, ২০২৪

Elephant: পরপর হাতির হানায় পশ্চিম মেদিনীপুরে আহত ২, প্রশ্নের মুখে বন দফতর
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-27 16:09:01   Share:   

হাতির হানায় (Elephant Attack) গুরুতর জখম এক মহিলা-সহ দুই। পশ্চিম মেদিনীপুর (West Midnapur) বন বিভাগের ভাদুতলা রেঞ্জের কিসমত বনকাটি এলাকার ঘটনা। জানা গিয়েছে, বনকাটি এলাকায় রবিবার রাত থেকেই ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি দাঁতাল হাতি। সোমবার ভোরে জঙ্গলে যায় মঞ্জু সিং নামের ওই মহিলা। তখনই হাতির সামনে পড়ে যান মঞ্জু। তার কিছুক্ষণের মধ্যেই ফের হাতির হামলার মুখে পড়েন মুক্তিপদ রায় নামে এলাকারই এক বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় দুজনকেই স্থানীয়রা নিয়ে যান মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

উল্লেখ্য রবিবারই পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির হানায় প্রাণ গিয়েছে দু'জনের। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হাতির হানায় রীতিমতো উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। স্থানীয়দের দাবি, এই এলাকায় এখন বন দফতরের কোনও আধিকারিক নেই। যার জেরে হাতির হামলা রুখতে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।


Follow us on :