১৫ মে, ২০২৪

Bhangar: ভোটের দিনের হিংসা এখনও অব্যাহত, চিকিৎসারত অবস্থায় মৃত্যু তৃণমূলের বুথ সভাপতির
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-15 13:40:13   Share:   

ভোট হিংসায় ভাঙড়ে মৃত্যু মিছিল অব্যাহত। শনিবার মৃত্যু হল তৃণমূল বুথ সভাপতি মোসলেম শেখের। গত সাত জুলাই পঞ্চায়েত ভোটের আগের দিন আইএসএফের বিরুদ্ধে তাঁকে হামলা করার অভিযোগ উঠেছিল। এদিন শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। যদিও তৃণমূল বুথ সভাপতির উপর হামলার দায় আগেই ঝেড়ে ফেলেছিল আইএসএফ।


অভিযোগ, ভাঙড়ে ভোটের আগের দিন লাঠি, বাঁশ দিয়ে ৬০ উর্দ্ধ তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে বেদম মারধর করে ৫০ থেকে ৬০ জনের দল। শনিবার সকালে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মোসলেম ভোগালী ২ নাম্বার অঞ্চলের বুথের সভাপতি ছিলেন। সেই বুথে ভোটের আগের রাতে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে ভাইপো শেখ ইমদাদুলকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বেরিয়েছিলেন ৬২ বছরের শেখ মোসলেম।


হঠাৎ মাঠের পাশে একটি নির্জন জায়গায় লুকিয়ে থাকা জনা ৫০ ছেলে তাদের ঘিরে ধরে। অভিযোগ নির্বিচারে প্রহার শুরু হয়। ভাঙড়ের পঞ্চায়েত ভোট পর্বে মনোনয়ন থেকে ভোট গণনা পর্যন্ত এই নিয়ে ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।


Follow us on :