১৭ মে, ২০২৪

Train: সপ্তাহের শুরুতেই রেল অবরোধ, বন্ধ শিয়ালদহ মেইন শাখায় সমস্ত ট্রেন চলাচল
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-17 11:35:07   Share:   

রেল ওভারব্রিজ তৈরির দাবিতে সোমবার সকালে ব্যারাকপুর (Barrackpore) স্টেশনে অবরোধ। নিত্যযাত্রীদের অবরোধের (Blockade) জেরে সপ্তাহের প্রথম দিনই শিয়ালদহ মেইন শাখায় ট্রেন (Train) চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। ব্যস্ত সময় ভোগান্তির মুখে পড়েছেন একাধিক যাত্রী। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

২০২০ সালে আমফান ঝড়ে ব্যারাকপুর রেল স্টেশনের মাঝে ওভারব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। রেলের তরফ থেকে জানানো হয়, সেই ওভারব্রিজটি নতুন করে বানানো হবে। ভেঙে দেওয়া হয় ওভারব্রিজটি। ৩ বছর কেটে গেলেও তা এখনও পর্যন্ত কার্যকর হয়নি বলে অভিযোগ অবরোধকারীদের। যার ফলে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। সেই প্রতিবাদেই অবরোধ করেন ব্যারাকপুরের নিত্য়যাত্রীরা।

সোমবার নাগরিক প্রতিরোধ মঞ্চ-এর ব্যানারে ফুট ওভারব্রিজের দাবিতে রেল রোকোর ডাক দেওয়া হয়ষ ব্যারাকপুর শাখার তরফে স্টেশন চত্বরে মিছিল করেন অবরোধকারীরা। এরপরই ১৪ নম্বর গেটে অবরোধ শুরু করা হয়। আন্দোলনকারীরা ব্যারাকপুর স্টেশন ম্যানেজারের ঘরের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন।


Follow us on :