২৬ এপ্রিল, ২০২৪

Howrah: হাওড়ায় নগদ উদ্ধার-কাণ্ডে ভিনরাজ্যে গ্রেফতার পাণ্ডে ভাইরা, ওড়িশা-গুজরাত থেকে ধৃত ৪
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-21 12:20:33   Share:   

হাওড়ায় (Howrah) শিবপুর এবং মন্দিরতলা (Shibpur) থেকে টাকা (Money) উদ্ধারের ঘটনায় অনুসন্ধানে ইডি। এরপরই শুক্রবার টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার (arrest) করা হয় ৪ জনকে। ধৃতরা হল- শৈলেশ পাণ্ডে, অরবিন্দ পাণ্ডে, রোহিত পাণ্ডে ও তাদের সহকারী। মোট ৪ জনকে দুটি ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয়। ইডি (ED) সূত্রে খবর, ধৃতদের ওড়িশার রৌরকেল্লা ও গুজরাট থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে ধৃতদের। আজই আদালতে পেশ করা হবে বলেও ইডি সূত্রে খবর।

পুলিস সূত্রে খবর, ৩ পাণ্ডে ভাই রৌরকেল্লায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন। এদের সহকারী প্রসেনজিৎ-কেও গ্রেফতার করা হয়েছে গুজরাটের একটি হোটেল থেকে। প্রসঙ্গত, গত সপ্তাহেই হাওড়ার শিবপুর এলাকায় একটি আবাসন থেকে নগদ ৮ কোটি টাকা উদ্ধার করা হয়। শুধু টাকাই নয় উদ্ধার হয় সোনা ও হিরের গয়নাও। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন ধৃতরা।


Follow us on :