১৪ মে, ২০২৪

Howrah: করবস্থানে বাঁশ কাটা নিয়ে বিবাদ, আহত বেশ কয়েকজন, তদন্তে জগৎবল্লভপুর থানার পুলিস
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-24 16:48:10   Share:   

করবস্থানের জায়গায় বাঁশ কাটাকে কেন্দ্র করে বিবাদ। আহত দুই পক্ষের বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইছানগরী। বাঁশ কাটার এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়িয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি করবস্থানের বাঁশ কাটতে যায় শেখ মুক্তার ও তাঁর দুই ছেলে শেখ সাজু এবং শেখ সাদ্দাম। তাঁরা গ্রামের কাউকে না জানিয়ে ওই করবস্থানের বাঁশ কাটতে যায়। এবং ওই বাঁশ কাটায় বাধা দেয় গ্রামবাসীরা। বাঁশ কাটতে বাধা দেওয়ায় গ্রামবাসীদের ওপর বাঁশ, লাঠি, রড নিয়ে চড়াও হন শেখ মুক্তার ও তাঁর দুই ছেলে শেখ সাজু ও শেখ সাদ্দাম। তারপরেই দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা শুরু হয় এবং মারামারিও হয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে দুই পক্ষের বেশ কয়েকজন। এরপর আহত গ্রামবাসীরা জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শেখ মুক্তার ও তাঁর দুই শেখ সাজু শেখ সাদ্দাম এর বিরুদ্ধে।

যদিও শেখ সাজু ও শেখ সাদ্দাম উল্টে জানায় যে, ওই করবস্থানে তাঁদেরও জায়গা রয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিস এই পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে। 


Follow us on :