১০ মে, ২০২৪

Fire: বিধ্বংসী অগ্নিকাণ্ড খড়িবাড়িতে! পুড়ে ছাই ১১ টি দোকান, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-23 12:27:41   Share:   

খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হল ১১ টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পরে আপাতত আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়িবাড়ি থানার পুলিস, এস‌এসবি আধিকারিকরা ও ব্যবসায়ীরা। 

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোররাতে পানিট্যাঙ্কির বাজারে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। প্রথমে নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে মাটিগাড়া ও শিলিগুড়ির দুটি দমকল এবং নেপালের মেচীনগর পুরসভার একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার মধ্য়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অনুমান, শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে। কমপক্ষে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে স্থানীয় ব্য়বসায়ীদের। অগ্নিকাণ্ডের জেরে কসমেটিক, মুদিখানা, গাড়ির পার্টস, কাপড়ের দোকান, খাবারের হোটেলের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 


Follow us on :