১২ মে, ২০২৪

Weather: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, কালীপুজো মিটতেই বঙ্গে বৃষ্টি!
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-14 13:09:21   Share:   

কালীপুজো মিটতেই ফের বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এলাকার ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। এর জেরে আজ দুপুরের পর থেকেই আবহাওয়া বদলাতে পারে। ভাইফোঁটার দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে।

হাওয়া অফিসের পূর্বাভাস,বুধবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে। ১৬ নভেম্বর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে বৃহস্পতি ও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের আমেজ উপভোগ করছেন উত্তরবঙ্গবাসী। পার্বত্য এলাকাগুলিতে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে ঘোরা ফেরা করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


Follow us on :