১০ মে, ২০২৪

Alipurduar: চাষের ক্ষেত থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ, ঘটনায় চাঞ্চল্য় আলিপুরদুয়ারে
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-29 18:55:06   Share:   

চাষের ক্ষেত থেকে উদ্ধার একটি চিতাবাঘের মৃতদেহ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর দলগাঁও বস্তি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা যায় এবং চিতা বাঘের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায়। চিতা বাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালে স্থানীয় বাসিন্দারা কাজে বের হয়েছিল। সেই সময় তারাই প্রথম চাষের জমির উপরে একটি মৃত চিতাবাঘ পড়ে থাকতে দেখেন। এরপর খবর দেওয়া হয় বনদফতরে। তবে ঠিক কী কারণে চিতা বাঘটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন বনকর্মীরা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত দু মাস ধরে ফালাকাটা ব্লক এলাকায় চিতা বাঘের উপদ্রব বেশ বেড়ে গিয়েছিল। তারপর এদিন সাত সকালে সেই এলাকারই একটি চাষের ক্ষেতে উদ্ধার হয় চিতা বাঘের মৃতদেহ। তবে চিতা বাঘটির কবে, কী ভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়।


Follow us on :