০৯ মে, ২০২৪

Sandeshkhali: ''দাদা আমাদের বাঁচান...'', সন্দেশখালির মহিলাদের আর্তি শুনলেন শুভেন্দু
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-20 18:10:28   Share:   

মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে বিধায়ক শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে ৩ বারের প্রচেষ্টায় সন্দেশখালিতে প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সন্দেশখালিতে পা রাখার আগেই যেন তৈরি ছিলেন বাসিন্দারা। কারও হাতে মালা, কারও হাতে ফুল, কারও হাতে রাখি। নদী পেরিয়ে সন্দেশখালির গ্রামে পা রাখতেই বাঁধ ভাঙে সাধারণ মানুষের উচ্ছ্বাস। কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, ফুল ছড়িয়ে, রাখি পরিয়ে সন্দেশখালির বাসিন্দারা বরণ করে নেন শুভেন্দু অধিকারীকে।

নদীময় এলাকা, কনভয় সেখানে দূরস্ত, রাস্তা এত সংকীর্ণ কোথাও টোটো পর্যন্ত ঢোকে না। রাজ্যের বিরোধী দলনেতা সেখানে যেন ঘরের ছেলে। পায়ে হেঁটেই ঘোরেন পুকুরপাড় পাড়া, পাত্রপাড়া, মাঝেরপাড়া, কলোনী পাড়া। সঙ্গে কাতারে কাতারে সন্দেশখালির বাসিন্দা। মাথা নত করবেন না তো? মহিলাদের অভয়বাণী দিতে দিতেই কারও ফোনে আবার টুকে দিলেন ফোন নম্বর।

অলিগলিতে, মোড়ে মোড়ে সাধারণ মানুষের জমায়েত। কেউ কাছে গিয়ে বলেছেন যন্ত্রণার কথা, আবার কারও কাছে গিয়ে শুভেন্দু শুনেছেন অভিযোগ।  বুকে জড়িয়ে সাহজ জুগিয়েছেন, ভয় নেই।

এতদিন যাঁরা মুখ বুজে সয়ে গেছেন বহু অত্যাচার তাঁরাই আজ আন্দোলনের কাণ্ডারি। ঘরের মহিলারাই আজ পথে নেমে সরব। রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর পর বহিরাগত তকমা জুটেছিল এই সন্দেশখালির মহিলাদের। তাঁদের সবার উদ্দেশে প্রণাম বিরোধী দলনেতার।

একের পর এক পুলিসি বাধা, বার বার আদালতের দ্বারস্থ। অবশেষে সন্দেশখালিতে যেন শুভেন্দু অধিকারী গেলেন, দেখলেন ও জয় করলেন । 



Follow us on :