২৭ এপ্রিল, ২০২৪

Crocodile: মুর্শিদাবাদের পদ্মা নদীতে কুমির দেখা! আতঙ্কে জীবিকা শিকেয় চাষি-মৎস্যজীবীদের
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-17 19:08:46   Share:   

প্রায় সপ্তাহ খানেক আগে থেকেই মুর্শিদাবাদের (Murshidabad) রানীনগর থানার অন্তর্গত ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী বামনাবাদ পদ্মা নদীতে কুমিরের (crocodile) দেখা মিলেছিল। তারপর থেকেই সেই কুমিরকে একাধিকবার দেখা গিয়েছে বামনাবাদ বিএসএফ ক্যাম্পের কিছুটা দূরেও। ঘটনার খবর জানাজানি হতেই সীমান্তবর্তী এলাকার চাষী এবং মৎস্যজীবীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কুমির দেখার পর বামনাবাদ বিএসএফ ব্যাটালিয়নের অধিকারিকরা বিষয়টি জানায় জেলা বন দফতরকে। তারপর শনিবার বহরমপুর রেঞ্জের আধিকারিক এবং তার টিম পদ্মা নদীতে (Padma River) নেমে পরিদর্শন করেন। শনিবারও সেই কুমিরকে দেখা গিয়েছে। সেই সময় বিষয়টি ক্যামেরাবন্দি করেন বন দফতরের আধিকারিকরা।

তাঁরা জানান, কুমিরটি নিরাপদ জায়গায় রয়েছে। যে জায়গায় কুমিরটি আছে সেখানে রেড জোন ঘোষণা করা হয়েছে। লাল পতাকা লাগানো হয়েছে। এছাড়াও চাষী এবং মৎস্যজীবীদের সেই জায়গায় যেতে বারণ করা হয়েছে। যদিও সীমান্ত এলাকার চাষী এবং মৎস্যজীবীদের দাবি, কুমিরটিকে অবিলম্বে ধরে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হোক। তাহলে তাঁরা পদ্মা নদীতে মাছ ধরতে পারবেন। তার কারণ অনেকেই পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।


Follow us on :