১২ মে, ২০২৪

Wood: বড় সাফল্য এসটিএফের, কনটেনার ভর্তি বার্মাটিক কাঠ আটক! গ্রেফতার দুই অভিযুক্ত
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-21 13:12:14   Share:   

কনটেনার ভর্তি বার্মাটিক (Barmatic Wood) কাঠ আটক। তবে এবার বন দফতর নয় এস‌টিএফ-র (STF) জালে এবার কনটেনার বোঝাই বার্মাটিক কাঠ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) মহানন্দা ক্যানেল রোডে। ঘটনায় কনটেনারের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।‌‌ 

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতের অসম থেকে কনার্টকে পাচারের ছক করা হচ্ছিল। তবে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ আধিকারিককেরা শিলিগুড়ির মহানন্দা ক্যানেল রোডে কাঠ ভর্তি কনটেনার আটক করে। তারপরে কনটেনারে তল্লাশি করতেই বোঝাই করা অবস্থাতে বার্মাটিক কাঠগুলিকে দেখতে পায় তারা। এরপরেই এসটিএফ-র পক্ষ থেকে কাঠগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বার্মাটিক কাঠের আনুমানিক বাজারমূল্য় প্রায় ৬০ লক্ষ টাকা। ইতিমধ্যেই উদ্ধার হওযা কাঠগুলি বাগডোগরা বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। 

সম্প্রতি, ২ দিন আগেই বনবিভাগের ব্যারিকেড ভেঙে কনটেনার বোঝাই বার্মাটিক কাঠ পাচার আটকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল বাগডোগরা রেঞ্জে বনকর্মীরা। তারপরে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।


Follow us on :