২৬ এপ্রিল, ২০২৪

Anubrata:দিল্লি যাওয়া এখনও ঝুলে, যাত্রাপথে অনুব্রতকে নিরাপত্তা দেবে না রাজ্য পুলিস
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-05 17:03:23   Share:   

কোর্ট অর্ডার হাতে পেলেও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিল্লি যাত্রা নিয়ে অব্যাহত টানাপোড়েন। এবার তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে দায়িত্ব নিতে নারাজ ইডি। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসার দায়িত্ব আমাদের নয়, যেভাবে সায়গলকে দিল্লি নিয়ে আসা হয়েছিল, সেভাবেই তৃণমূল নেতাকেও (TMC Leader) আনতে হবে দিল্লি। আসানসোল জেল (Asansol Jail) কর্তৃপক্ষকে জানিয়ে দিল ইডি। এই চিঠি পেয়ে বেকায়দায় আসানসোল জেল কর্তৃপক্ষ। পুরো বিষয়টি জানিয়ে আইজি কারা দফতরকে চিঠি দিল আসানসোল জেল।

মঙ্গলবার পুরো বিষয় জানিয়ে আসানসোল সিবিআই আদালতের দ্বারস্থ হচ্ছে জেল কর্তৃপক্ষ। এদিকে, কলকাতা হাইকোর্টের অর্ডার কপি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আসানসোল জেলে। জেল কর্তৃপক্ষকে প্রোডাকশন স্ট্যাটাস জানতে চেয়ে মেইল পাঠিয়েছে ইডি। সূত্রের খবর এখনও পর্যন্ত জেল তরফে কোনও তৎপরতা নেই। 

নিয়ম অনুযায়ী জেল কর্তৃপক্ষকে রউস অ্যাভেনিউ কোর্টে অনুব্রতকে পেশের যাবতীয় দায়িত্ব নিতে হবে। সূত্রের খবর, গোটা বিষয়টি নিষ্পত্তি করতে জেলের দিন দুয়েক সময় লাগবে। এই দু'দিনে অনুব্রত হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কিনা, সেটাই দেখার।

এদিকে, অনুব্রতকে নিরাপত্তা প্রদানে অপারগ আসানসোল-দুর্গাপুর কমিশনারেট। তাঁকে নিরাপত্তা দিয়ে দিল্লি নিয়ে যেতে পারবে না কমিশনারেট, আসানসোল জেলকে জানিয়ে দিল পুলিস। এমনকি, পুলিস নিরাপত্তা না দেওয়ার কথা ইডিকে মেল করে জানিয়েছে কমিশনারেট।


Follow us on :