০৯ মে, ২০২৪

Death: বিনা চিকিৎসায় রোগী মৃত্য়ুর অভিযোগ, বিক্ষোভ রোগীর পরিবারের
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-05 18:37:28   Share:   

চিকিৎসায় গাফিলতির অভিযোগে রুগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা দুর্গাপুর ইএসআই হাসপাতালে। মৃতদেহ নিতে অস্বীকার রোগীর পরিবার। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে রোগীর পরিবার। পুলিস সূত্রে খবর, মৃত ব্য়ক্তির নাম, আশীষ গাঙ্গুলি (৫৮)। দুর্গাপুরের অঙ্গদপুর এলাকার বাসিন্দা। এক বেসরকারি কারখানার কর্মী ছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, গত বুধবার রাতে আচমকা মাথা ঘুরিয়ে যাওয়াই দুর্গাপুর ইএস আই হাসপাতালে ভর্তি হন আশীষ গাঙ্গুলি। এরপর এদিন সন্ধ্য়েতে আশীষবাবুকে দেখে যান তাঁর পরিবারের লোকজন। তখন বেশ ভালোই ছিলেন তিনি। এরপর   বাড়ি ফেরার পর যখন পরিবারের লোক রোগীর খবর নেওয়ার জন্য় হাসপাতালে ফোন করে। অভিযোগ, বারংবার ফোন করা হলেও হাসপাতালের কেউ ফোন ধরেনি। তারপর সন্দেহ হলে অন্য় রোগীর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, আশিস বাবু অজ্ঞান অবস্থায় বেডে রয়েছেন। এরপর তড়িঘড়ি হাসপাতালে এসে পরিবারের লোকজন দেখেন আশীষ বাবু সাড়া শব্দ দিচ্ছেন না। 

নার্সদের বারংবার বলা সত্ত্বেও ডাক্তার ডাকেননি বলে অভিযোগ। এরপর  পরিবারের লোকজন হাসপাতালের চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন, এবং মৃতদেহ নিতে অস্বীকার করেন। ঘটনাস্থলে পুলিস যাওয়া মাত্রই পুলিসকে ঘিরে ক্ষোভপ্রকাশ করেন মৃতের পরিবারের লোকজন। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 


Follow us on :