১৪ মে, ২০২৪

Road: রাস্তার অবস্থা বেহাল, সমস্যায় নিত্যযাত্রী পড়ুয়া-বয়স্করা
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-22 13:56:01   Share:   

রাস্তার বেহাল দশার (Road Problem) দরুণ নিত্য়যাত্রীদের দুর্ভোগ চরমে। চারিদিকে খানাখন্দ এবরো খেবরো যা দেখে মনেই হবে না এটি রাস্তা। ঠিক এরকমই বেহাল বারাসত-হাসনাবাদ (Barasat-Hasnabad) রেল শাখার বেলিয়াঘাটা ষ্টেশন যাওয়ার একমাত্র রাস্তা। স্থানীয়রা জানাচ্ছেন নিত্য়দিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ-বয়স্করা মিলিয়ে প্রায়ই ২০০০ হাজার মানুষ প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে। দীর্ঘ দিন এই রাস্তা বেহাল থাকার কারণে সমস্য়ায় পড়েছেন সবাই। এমনকি বর্ষাকালের সময় বৃষ্টিতে জল জমে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। যার কারণে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা একদমই সম্ভব হয় না। 

রেল নিত্য়যাত্রীদের অভিযোগ, বার বার রেলকে জানিয়েও এই রাস্তাটি পাকা করা হয়নি। যার কারণে নিত্য়দিন রেল যাত্রীদের খুবই সমস্য়ায় পড়তে হয়। একটিমাত্র রাস্তা থাকার জন্য় বেশ দুর্ভোগের মধ্য়ে পড়তে হয় রেল যাত্রীদের। দূর্ঘটনা এড়াতে পাকা রাস্তার দাবি স্থানীয় বাসিন্দা থেকে রেল যাত্রীদের। একটাই আবেদন দ্রুত এই রাস্তাটি পাকা করে দেওয়া হোক। এখন দেখার বিষয় এই রাস্তাটি আদৌ কি পাকা হবে? হলেও সেটা কবে!



Follow us on :