১৭ মে, ২০২৪

Water: জলের সমস্যায় ভুগছে মুর্শিদাবাদের সাধারণ মানুষ, সমাধানের দাবি
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-20 14:16:20   Share:   

তাপমাত্রার পারদ দিন দিন বেড়েই চলেছে। আর তার মধ্যেই জল সংকট (Water Problem) যেন মাথা চাডা় দিয়ে উঠেছে। এই গরম আবহাওয়ার মধ্যেও জলের সমস্যায় ভুগতে হচ্ছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা ব্লকের অর্জুনপুর এলাকার মানুষদের। তবে বারবার এই সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও কোনও সমাধান হচ্ছে না ওই এলাকায়, এমনটাই দাবি স্থানীয়দের। 

স্থানীয়দের অভিযোগ, এলাকার জলের পাম্পের অবস্থা খুবই সোচনীয়। ফলে পানীয় জলের ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। আবার কখনও কখনও জল মিললেও তা পানের অযোগ্য। তবে প্রশাসন থেকে জলের সমস্যার সমাধান না করায়, ওই অপরিশুদ্ধ ঘোলা ও হলদে জল খেয়ে প্রতিনিয়ত পেটের সমস্যায় কষ্ট পেতে হচ্ছে এলাকার বাচ্চা সহ বড়দের। 

স্থানীয়দের দাবি, অতীতে জলের এই করুণ পরিষেবা ছিল না। তবে যতই দিন যাচ্ছে ততই যেন মাথা তুলে দাঁড়িয়েছে এই পরিশুদ্ধ জল পরিষেবার সমস্যা। জসুনউদ্দিন নামে এক স্থানীয় জানিয়েছেন, 'পাম্পের ফিলটার ঠিক মতো কাজ করে না, ফলে জলে থাকে আয়রণের মিশ্রন। এমনকি বেশিরভাগ সময়ই জলের কল দিয়ে বেরিয়ে আসছে ঘোলা জল। ফলে পেটের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে ওই এলাকায়।'


Follow us on :