২৭ এপ্রিল, ২০২৪

weather update: মেঘলা আকাশ সঙ্গে পারদ উর্দ্ধমুখী, আবহাওয়ার বড় পরিবর্তন আজই?
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-10 08:22:55   Share:   

শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। কিন্তু ঠিক পরের দিনই অর্থাত্ শনিবার ঘূর্ণিঝড়ের প্রভাবে উধাও সেই ঠাণ্ডা। আবহবিদদের মতে, জাঁকিয়ে শীতের (winter) আগেই কাঁটা হয়ে দাঁড়াল ঘূর্ণিঝড় মান্দাস। ঘূর্ণিঝড় মান্দাস শুক্রবার রাতে মামাল্লাপুরম (Mamallapuram) উপকূলে আছড়ে পড়ার পর, চেন্নাইয়ের (Chennai) বেশ কয়েকটি অংশ ভারী বৃষ্টিপাত (rain) এবং প্রবল হাওয়ার সম্মুখীন হয়। এদিকে  আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৩-৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। ফলে শীতের অনুভূতি থেকে বিরত থাকবে মানুষ। পাশাপাশি এবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা অর্থাত্ সোমবার পর্যন্ত মেঘলা থেকে হালকা মেঘলা আকাশ থাকার সম্ভআবনা রয়েছে। আগামী পাঁচদিন কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় মেঘলা আকাশের কারণে ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে ফের পারদ পতন হলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বঙ্গে। অন্যদিকে, শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘণ্টা রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।


Follow us on :