১৭ মে, ২০২৪

DhupGuri: ধুপগুড়ি উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, বিজেপির থেকে এগিয়ে তৃণমূল
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-08 13:51:11   Share:   

ধুপগুড়ি উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সপ্তম রাউন্ডের গণনার শেষে এগিয়ে গেল তৃণমূল। জানা যাচ্ছে, বিজেপি প্রার্থী তাপসী রায়ের থেকে নির্মলচন্দ্র রায় এগিয়ে গিয়েছেন প্রায় ৩ হাজার ভোটে। ষষ্ঠ রাউন্ড শেষে বিজেপির থেকে ৩ হাজার ৭৭৩ ভোটে এগিয়ে তৃণমূল। সূত্রের খবর, চতুর্থ রাউন্ড শেষে তাপসী রায় পেয়েছেন ৩৮,৭৩৬ ভোট, নির্মলচন্দ্ৰ রায় পেয়েছেন ৩৯,০৯৬ ভোট। এর পরেই শুরু হয়েছে আবির খেলা। বিজেপি অবশ্য দাবি করছে, পরে আবারও এগোবেন এবং তাঁরাই জিতবেন এই নির্বাচনে।

এই দিকে আজ ধূপগুড়িতে জেতা সম্ভব ছিল না বলে মন্তব্য করেন অধীর চৌধুরী।  ইতি মধ্যেই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এ লড়াইয়ে অনেকটা পিছিয়ে রয়েছে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। এই পরাজয় প্রত্যাশিত ছিল বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বললেন, সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের জয় নিশ্চিত ছিল। ইস্যুও আলাদা ছিল। কিন্তু ধূপগুড়িতে সিপিএম-কংগ্রেস জোটের জয়ের কোনও সম্ভাবনা ছিল না।


Follow us on :