১৩ মে, ২০২৪

Arambag: তৃণমূলের দু'পক্ষের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ, আহত দু'পক্ষের মোট ৯ জন
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-13 18:10:26   Share:   

তৃণমূলের (TMC) গোষ্ঠী দ্বন্দ্বে আবার উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের (Arambagh) পুর এলাকা। ঘটনায় আহত কমপক্ষে ৮-৯ জন। শুক্রবার বিকাল থেকেই আরামবাগের আড়ান্ডী ২ নং অঞ্চলের পুর এলাকায় দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের যুব ও মাদার গোষ্ঠীর কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ এলাকায় দলীয় কার্যালয়ে মিটিং চলাকালীন যুব গোষ্ঠীর লোকজন আচমকাই ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে হামলা চালায়। এরপরে যুব তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলেই যোগ দেওয়ার জন্য বেশ কিছু লোক বাসে ছিল। অভিযোগ এরপর তৃণমূলের অপর পক্ষ পাল্টা হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিস। এই গোষ্ঠীকোন্দলের ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই গোষ্ঠীকোন্দল মাথা চাড়া দিয়ে উঠছে আরামবাগে। আরামবাগ মহকুমার চারটি বিধানসভা বিজেপির দখলে। পঞ্চায়েত ভোটের আগে এইরূপ গোষ্ঠীকোন্দল অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলের অন্দরে।


Follow us on :