১০ মে, ২০২৪

Auto: অটো চালকদের সঙ্গে সিভিক পুলিসের সংঘর্ষ, আহত ৫ সিভিক
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-11 17:21:59   Share:   

অটো চালকদের সঙ্গে সিভিক পুলিসের (Civic police) তর্কবিতর্ক পরিণত হয় মারামারিতে। ঘটনায় আহত পাঁচ সিভিক পুলিস। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শ্যামনগর স্টেশনের সামনে অটো রাখা নিয়ে অটো চালকদের সঙ্গে এক সিভিক পুলিসের বচসা বাধে। এরপর খবর পেয়ে আরও সিভিক পুলিস সেখানে ছুটে গেলে ঝামেলা আরও বেড়ে যায়। তারপরে সিভিক পুলিসদের সঙ্গে অটোচালকদের মারামারি শুরু হয়। যার ফলে আহত হন পাঁচ সিভিক পুলিস। 

এক সিভিক পুলিস জানিয়েছেন, সাত আটজন অটোচালক একটি অটোতে একজোট হয়ে বসে সিভিক পুলিসদের ধমকাতে থাকেন। স্টেশনে যে সিভিক পুলিস ছিলো তাঁর গায়ে প্রথম হাত তোলেন অটোচালক। তখনই সেই সিভিক বাকি সিভিক কর্মীদের ফোন করে ডেকে পাঠান। বাকি সিভিকরা ঘটনাস্থলে উপস্থিত হতেই পিছন থেকে আচমকাই ২০-৩০ জন অটোওয়ালা মিলে তাঁদেরকে মারধর করতে আরম্ভ করেন বলে অভিযোগ। এমনকি ট্রাফিক অফিসারকেও তাঁরা মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে পৌঁছয় এবং সিভিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  


Follow us on :