২৭ এপ্রিল, ২০২৪

weather update: ফের নিম্নমুখী শহরের তাপমাত্রা, বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-14 10:47:09   Share:   

ফের নামতে পারে শহরের তাপমাত্রা। ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে তাপমাত্রা (temperature) নামবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহবিদরা (Meteorologists)। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২০ তারিখের মধ্যেই তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে। বাংলার জেলাগুলিতেও এবার পড়বে জাঁকিয়ে ঠান্ডা (winter)। এক ধাক্কায় তা ১২ ডিগ্রির নিচেও নেমে যেতে পারে। এমনই আবহাওয়া হবে আগামীদিন অর্থাত্ ১৫ থেকে ২০ তারিখের মধ্যেই তৈরি হবে।

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলির ক্ষেত্রে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হয়নি। তবে বৃহ্স্পতিবার থেকে পরপর তিনদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির ক্ষেত্রে পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে। আগামী দুদিন তাপমাত্রার কোনও বড়সড় পরিবর্তন হবে না। তবে এরপর তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

এদিকে, কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 


Follow us on :