০৯ মে, ২০২৪

Jhargram: মাঠের পাশে ছোলার পাহাড়, ঝাড়গ্রামে দুর্নীতির নয়া চ্যাপ্টার?
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-02 17:42:04   Share:   

টাকার পাহাড় তো দেখেছেন। ছোলার পাহাড় দেখেছেন কখনও? ঝাড়গ্রামের এক মাঠের মাঝে আস্ত ছোলার পাহাড়। তবে খাওয়ার যোগ্য হলে তাও তো হত। এ যে একেবারে খারাপ হয়ে যাওয়া ছোলা। ছোলার মাঝ দিয়ে রীতিমত উঁকি মারছে কালো কালো পোকা। পাশে ফেলা বস্তার গায়ে জ্বলজ্বল করছে রেশনের স্ট্যাম্প। রেশন দুর্নীতিতে গ্রেফতার খোদ মন্ত্রী, তোলপাড় রাজ্য রাজনীতি। তারই মাঝে, এবার ঝাড়গ্রাম গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়ার কেন্দুয়ানা গ্রামের ফাঁকা মাঠে উদ্ধার বস্তা বস্তা নষ্ট ছোলা। কোথা থেকে আসল বিপুল পরিমাণ ছোলা? 

গ্রামেরই মাঠের মধ্যে এত এত ছোলা উদ্ধার হচ্ছে, এই ব্যাপারে কিন্তু স্পিক টি নট রেশন ডিলারের পরিবারও। জানা গিয়েছে, এলাকার রেশনের দোকান থেকে  সেইভাবে ভাগ্যে ছোলা জোটেনি কারোরই।

দোকানের ছোলা তো জোটেই না। উপরন্তু এলাকার মাঠে ছোলার ছড়াছড়ি। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ নষ্ট হওয়া ছোলার বস্তা? রেশন দুর্নীতি প্রকাশ্যে আসতেই কি ছোলা নষ্ট করতে তৎপর স্থানীয় রেশন ডিলার? সবটা শুধু প্রশ্ন আকারে আসছে সামনে। উত্তর দেবে কে?

রেশন দুর্নীতির জালে ইতিমধ্যেই ধরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারই মধ্যে কোথাও দেখা গেছে রেশনের কার্ড। কোথাও আবার রেশনের খাবার। সবটাই কি কাকতালীয়? নাকি সত্যিই ডাল মে কুছ কালা হ্যায়?


Follow us on :