০৯ মে, ২০২৪

Canning: ক্য়ানিংয়ে কুকুর আতঙ্ক! কামড়ে জখম ৪, আতঙ্কিত এলাকাবাসী
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-30 14:37:26   Share:   

ক্য়ানিংয়ে কুকুরের কামড়ে আহত পথ চলতি চারজন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। বর্তমানে ওই আহত চারজন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন কৃষ্ণপদ বৈদ্য, প্রশান্ত কুমার মণ্ডল, সোমনাথ নাইয়া ও বসন্ত মণ্ডল। এই ঘটনার থেকে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

জানা গিয়েছে, সোমবার রাতে আচমকা একটি কুকুর হানা দেয় পথ চলতি ও দোকানে দাঁড়িয়ে থাকা এমনকি বাড়ির ভিতরে থাকা মানুষজনদের উপর। একসঙ্গে চারজনকে কামড়ে দেয় ওই কুকুরটি। আহত একজন জানিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকা একটি কুকুর ছুটে এসে কামড়ে দেয়। অনুমান করা হচ্ছে ওই কুকুর রাস্তার কুকুর কিংবা পাগলা কুকুর নয়। কোনো বাড়ির পোষ্য় হতে পারে। কারণ ওই কুকুরটির গলায় একটি শিকল দেখতে পাওয়া যায়। কুকুরটি কামড় দিয়ে সঙ্গে সঙ্গে একটি বাড়িতে ঢুকে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় ওই চারজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।


Follow us on :